আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের চার জেলার ৬৭ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী।
রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। ইসির দেয়া সময়সীমা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রবাসী ও সরকারি চাকরিজীবীরা।
জানা গেছে, গত ১৮ নভেম্বর প্রথম বারের মতো পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। আর তাতেই ভোট দেয়ার কপাল খুলে যায় প্রবাসীদের। যদিও সেই তুলনায় এখনো প্রবাসীদের নিবন্ধন কম।
ইসির তথ্য বলছে, ১৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ৬৭ হাজার ১২৩ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৪১৮ জন ও মহিলা মাত্র সাত হাজার ৭০৫ জন।
ইসির তথ্য মতে, সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ৩১ হাজার ৫৭২ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ২৭৭ জন ও মহিলা চার হাজার ২৯৫ জন।
দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজার জেলার প্রবাসীরা। এ জেলায় মোট নিবন্ধন করেছেন ১৫ হাজার ৯৮১ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৩২ জন ও মহিলা এক হাজার ৬৪৯ জন।
নিবন্ধনের দিক থেকে তারপরেই রয়েছে বিভাগের আরেক জেলা সুনামগঞ্জ। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১০ হাজার ৩০৮ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ নয় হাজার ৩৪৪ জন ও মহিলা ৯৩৪ জন।
সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন নয় হাজার ২৬২ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ আট হাজার ৪৩৫ জন ও মহিলা ৮২৭ জন।



