শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অদম্য তানিশার অবাক করা সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। আনন্দিত এলাকাবাসী। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে জাইমা জারনাস তানিশা।
তানিশা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এর আগে তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্ট প্রতিবন্ধী ও অটিজম শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে বলে জানা গেছে।
তানিশা চলতি বছরের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছে। তানিশার এই বিজয় গাঁথা সাফল্যে আনন্দিত ও গর্বিত এলাকাবাসী। তানিশার বাবা একজন প্রকৌশলী। মা মাফুজুন নাহার বিউটি, কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
তানিশার এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল বলেন, ‘তানিশা অত্যন্ত মেধাবী। সে শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সে আগামীতে আরো ভালো করবে বলে আশা রাখি।’
ওই শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, ‘মেয়ের এমন ফলাফলে আমি অত্যন্ত খুশি। আমার মেয়ে যে জিপিএ-৫ পাবে আমি কল্পনা করতে পারেনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। আমার মেয়ে কোনো কথা বলতে না পারলেও আমাদের ইশারায় বুঝাতে পারে। আমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।’
এ ব্যাপারে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও সে অত্যন্ত নম্র ও ভদ্র একজন ছাত্রী। তবে তানিশার অনেক চেষ্টা ছিল। আমরা খুবই আনন্দিত তার এমন সাফল্যে।