বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

শুক্রবার সকাল ৯টার দিকে কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
প্রতীকী ছবি

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়ার কাহালু উপজেলায় একটি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দু‘জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিকড় গ্রামের মরহুম ওছমানের ছেলে নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, নুর আলম তার ভ্যানে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি নষ্ট হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির কোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর আলম মারা যান।

তিনি বলেন, এ সময় ভ্যানের যাত্রী মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঁপড়া এলাকায় রাস্তায় পড়ে ছিল এবং আহত অবস্থায় তিনি প্রায় এক কিলোমিটার দূরের কালিয়ার পুকুর এলাকায় ভ্যানটির ভাঙা অংশে পড়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।