গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-রংপুর জাতীয় সড়কের গোবিন্দগঞ্জ উপজেলাধীন পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চম্পাতলি গ্রামের মুনছুর আলীর ছেলে হামিদুল (৩৭) ও একই গ্রামের নবাব আলীর ছেলে রকি (২৮)। এদিকে গুরুতর আহত আরেক ব্যক্তিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।