৮ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের মিছিল

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বিভাগীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের মিছিল
বিভাগীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের মিছিল |নয়া দিগন্ত

আগামীকাল চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর মাঠে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মিরসরাইয়ে প্রচার মিছিল করেছে পৌরসভা জামায়াত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল সমাবেশে জামায়াতের নেতারা বলেন, জামায়াত ও ৮ দলের সর্বস্তরের জনশক্তি ছাড়াও চট্টগ্রামের সাধারণ জনগণের অংশগ্রহণে এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে এ সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন। এ সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।