ড. মুহাম্মদ শাহাজান মাদানী

মাদরাসাশিক্ষা আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে

সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা মো: ছগীর হোসাইন এবং সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা নূর মোহাম্মদ খান।

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ শাহাজান মাদানী
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ শাহাজান মাদানী |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাদরাসা শিক্ষক সম্মেলন– ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহাজান মাদানী। তিনি বলেন, মাদরাসাশিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, নৈতিকতা ও দেশপ্রেমের আলোকবর্তিকা জ্বালিয়ে রাখছে। শিক্ষার্থীদের চরিত্র গঠন, সমাজে সুশৃঙ্খল পরিবেশ তৈরি এবং তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখতেও মাদরাসার শিক্ষকদের অবদান অনন্য।

তিনি বলেন, জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে মাদরাসা শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও মাদরাসার শিক্ষক ও ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছেন। তাই রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদার ক্ষেত্রেও মাদরাসা শিক্ষকদের সমান অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

তিনি আরো বলেন, সরকারি-বেসরকারি শিক্ষক বেতন স্কেলে বৈষম্য দূর না হলে প্রকৃত শিক্ষাব্যবস্থা ভারসাম্যপূর্ণ হবে না। শিক্ষকেরা সন্তুষ্ট হলে শিক্ষা মানোন্নয়ন সহজ হবে। এজন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ এবং মাদরাসা শিক্ষার আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আহ্বান জানান, ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও সুবিধা দিতে হবে। যাতে তারা যুগোপযোগী শিক্ষা প্রদান করে ছাত্রছাত্রীদের দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও মাদরাসা-ই-মোহাম্মদিয়া আরবিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী, চাঁদপুর জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, মাদরাসা শিক্ষক পরিষদ জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, অধ্যাপক মো: আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো: ছগীর হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ খানের পরিচালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ মো: হারুনুর রশিদ, শাহাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মো: বিল্লাল হোসেন, হাজীগঞ্জ সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর, ভুলদিঘী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ তৈয়বুল রহমান, আল-আমিন মহিলা মাদরাসার সুপার মো: হাফিজুর রহমান, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মো: ফখরুদ্দিন, চাপাতলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম মজুমদার, পশ্চিম সেকদী আলিম মাদরাসার অধ্যক্ষ মো: মকবুল আহমেদ, মনিহার দাখিল মাদরাসার সুপার মাওলানা নাজির আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর শ্রমিক ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক শাহ আলম, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা মো: ছগীর হোসাইন এবং সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা নূর মোহাম্মদ খান। চাঁদপুর জেলার আটটি উপজেলার মাদরাসা শিক্ষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।