বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, ‘একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু দেশকে যতই অস্থির করার চেষ্টা করা হোক, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ। সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশে ভোট বিপ্লব ঘটবে। জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়, তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে।’
শুক্রবার বিকেল থেকে বাদ এশা পর্যন্ত মাহিলাড়া ইউনিয়নের ৫, ৬ ও ৭নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ তুলে ধরতে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পতিত আওয়ামী লীগের কিছু নেতা দেশ লুটপাট করে বিদেশে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি আপামর জনসাধারণের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।’
সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, আকতার হোসেন বাবুল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, আগৈলঝাড়া বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া যুবদলের আহবায়ক শোভন ইসলাম মনির, গৌরনদী যুবদলের আহবায়ক মনির হাওলাদার প্রমুখ।
সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনাও করা হয়।



