নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনায় অটোরিকশাচালকসহ আরো চারজন আহত হন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধন রঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশে ছেড়ে আসে। পথে একলাশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজি হটাৎ ব্রেক করলে পিছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এ সময় সিএনজিতে থাকা ধন রঞ্জনসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক ধন রঞ্জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ‘সিএনজিটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।’



