বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে দাগনভূঁঞা-সোনাগাজীর যুবকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবো। যাতে কোনো যুবক বেকার না থাকে, সকলের হাতকে দক্ষ হাতে রূপান্তর করে জনশক্তিতে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। আমরা আর এ দেশে কোনো হতাশাগ্রস্ত বেকার যুবককে দেখতে চাই না।’
আজ মঙ্গলবার ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত উদ্যোক্তাদের সহায়তা, লেন্ডিং লাইব্রেরি উদ্বোধন ও শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক আরো বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত হতে হবে। এজন্য সুশিক্ষা অর্জন অত্যাবশ্যক। আর্থিক সংকট কিংবা পারিপার্শ্বিক কোনো কারণে কেউ যেন ঝরে না পড়ে বা পিছিয়ে না পড়ে, সে বিষয়ে জামায়াতের নেতাকর্মীরা পাশে থেকে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘আজকের লেন্ডিং লাইব্রেরি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে এবং শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যদি নিজের যোগ্যতার বিকাশ ঘটিয়ে উদ্যোক্তা হতে চান, আমরা তাদেরকে লজিস্টিকসহ যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি।’
অনুষ্ঠানে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউর রহমানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



