শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার

অস্ত্র উদ্ধার সংক্রান্ত্র বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় চা কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে থাকা দু’টি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।

Location :

Sreemangal
র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া এয়ারগান
র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া এয়ারগান |নয়া দিগন্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা ও সিলেট ব্যুরো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (৫ জানুয়ারি) র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত্র বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় চা কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে থাকা দু’টি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। র‌্যাবের ধারণা, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তশেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া এয়ারগানগুলো জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৩৯টি এয়ারগান উদ্ধার করেছে।