বড়াইগ্রামে মাটিচাপায় শিশুর মৃত্যু

রাস্তা নির্মাণ প্রকল্পের ভেকু (এক্সকেভেটর) দেখতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মুসতাকিন আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
মুসতাকিন আহমেদ (১২)
মুসতাকিন আহমেদ (১২) |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে সরকারিভাবে কাঁচা রাস্তা নির্মাণ প্রকল্পের ভেকু (এক্সকেভেটর) দেখতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মুসতাকিন আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় সাকিব হোসেন (১২) নামে আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব বিল গরিলায় এ ঘটনা ঘটে।

শিশু মুসতাকিন উপজেলার খাকসা গ্রামের জহুরুল ইসলামের ছোট ছেলে। আহত সাকিব একই গ্রামের আবু তাহেরের ছেলে। তারা দুজনই খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিন আলী জানান, বিল গরিলায় ভেকু দিয়ে দুই পাশের জমি থেকে মাটি কেটে কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছিল। সোমবার দুপুরে বৃষ্টির পরে মুসতাকিন চার-পাঁচজন বন্ধুকে নিয়ে রাস্তার মাটি কাটা দেখতে যায়। এ সময় তারা সেখানে খেলাধুলার একপর্যায়ে নতুন কাটা মাটির গর্তের পাড় ভেঙ্গে তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মুসতাকিনের মৃত্যু হয় এবং সাকিব গুরুতর আহত হয়। পরে স্বজনরা সাকিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।