ব্যারিস্টার রুমিন ফারহানা

এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাহস নেই চুরি করার

‘ইনশাআল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমার চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করার।’

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি কোনো কাজেই অসুবিধা হয় না। দলীয় ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। সরকারি বরাদ্দের ৫০ শতাংশ সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভোটে পানিশ্বর এলাকার গুরুত্ব তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ যাকে ভোট দেয় তিনি এমপি হন। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন।’

এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা সংসদ সদস্যদের দায়িত্ব।’

নিজের সম্পর্কে রুমিন ফারহানা বলেন, ‘আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেয়ার জন্য। নির্বাচন যে করতেছি বিদেশের আত্মীয়-স্বজনরা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করছেন। জয়ী হওয়ার পর ফল নেয়ার জন্য তারা এদেশে আসবেন না। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে।’

নির্বাচনের মার্কা নিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমার চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করার।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।