আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর কেন্দ্রীয় ঘোষিত দেশের সংসদীয় আসন ৭৮ কুষ্টিয়া-৪ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আসনটির তৃনমূল বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-৪ আসনের কুমারখালী-খোকসার তৃণমূল বিএনপির নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত দাবি দাওয়া বক্তব্য পাঠ করেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল।
সংবাদ সম্মেলনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পরিবর্তে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিককে বিএনপি থেকে মনোনয়ন প্রদানের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন আনসার সমর্থিত বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমারখালী কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, জগনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন।



