ধামরাইয়ে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে বিএনপির শীতবস্ত্র বিতরণ
ধামরাইয়ে বিএনপির শীতবস্ত্র বিতরণ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ করেছে স্থানীয় বিএনপি।

রোববার (১১ জানুয়ারি) উপজেলার বালিথা চেয়ারম্যানের বাড়ির সামনে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধামরাই থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো: খন্দকার আইয়ুব, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই থানা শ্রমিক দলেন সাবেক সাধারণ সম্পাদক হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জামান বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর ইসলাম রবিন, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন, যুবদল নেতা মোতালেব হোসেন সহ আরো অনেকে।