বন্দর নগরী মোংলায় ‘মোংলা-ঢাকা’ ও ‘ঢাকা-মোংলা’ আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
আজ মঙ্গলবার মোংলা পৌরসভা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মো: নূর আলম শেখ সভাপতিত্বে বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো: জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো: হাবিব মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী ও জামায়াত নেতা মো: আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মো: এমাদুল হাওলাদার এবং মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মো: দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, সমুদ্রবন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনের কাছাকাছি অবস্থানের কারণে মোংলার অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা অপরিসীম। এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অত্যন্ত জরুরি। বর্তমানে মোংলা থেকে ঢাকার সাথে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই, যা অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মোংলা বন্দরের মাধ্যমে দেশের রফতানি-আমদানি বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা অপরিহার্য।
সাবেক মেয়র মো: জুলফিকার আলী বলেন, ‘ট্রেন চালু হলে বন্দর নির্ভর ব্যবসা ও বাণিজ্যে গতি আসবে, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে।’
মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব বলেন, ‘এতে শ্রমজীবী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ ও দ্রুত হবে।’
সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মো: এমদাদুল হাওলাদার বলেন, ‘পর্যটন শিল্পের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।