ঝালকাঠিতে নতুন রাজনৈতিক দল এনসিপির পদযাত্রায় জনতার ঢল নেমেছে।
রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদযাত্রাটি পৌঁছায় কাপড়িয়া পট্টিতে। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারো জীবন দেব।’
নাহিদ ইসলাম আরো বলেন, ‘দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। পথ যাত্রা ও পথ সবায় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম যারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম-সহ-সংগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পদযাত্রায় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এর আগে এনসিপি নেতারা ঝালকাঠির রাজাপুরে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা এক প্রীতিভোজে অংশ নেন। দুপুরে রাজাপুর উপজেলা আমেনা কনভেনশন সেন্টারে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন তারা।
প্রীতিভোজে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মশিউর রহমান, যুগ্ম-সহ-সংগঠক আরিফুর রহমান এবং যুগ্ম-সদস্য সচিব মাহমুদা মিতু, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা: তাসনিম জারাসহ দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক শাহরিয়া শাকিল বলেন, ‘রাজাপুর উপজেলা নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতাদের এই প্রীতিভোজ আমাদের জন্য সম্মানের। এতে স্থানীয় নেতাকর্মীরা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়েছেন।’
প্রীতিভোজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে একটি গাড়ি বহর নিয়ে কেন্দ্রীয় নেতারা রাজাপুর মেডিক্যাল মোড় হয়ে মহাসড়ক বাইপাস, ডাকবাংলো মোড় ও রাজাপুর থানা মোড় হয়ে বাঘড়ি হাট বাজার পেরিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হন।