শৈলকুপায় বৈদ্যুতিক তারের উপর পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে প্রিতম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি ভবনটির তিন তলা থেকে নিচে পড়ে যান।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে প্রিতম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি ভবনটির তিন তলা থেকে নিচে পড়ে যান।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামে খাদ্য গুদামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম উপজেলার ঝাউদিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা জিতেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবিরপুর গ্রামের মনিরুল ইসলামের নির্মাণাধীন তিন তলা ভবনে অন্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন প্রিতম। সকাল ১০টার দিকে ভবনের তৃতীয় তলায় ইট উঠানোর কাজ করার সময় অসাবধানবশত তিনি ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের প্রধান বৈদ্যুতিক লাইনে সাথে লেগে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে গিয়ে তিন তলা থেকে নিচে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনায় নিহত প্রিতমের পরিবার ও ঝাউদিয়া আবাসন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবাসিক এলাকায় বহুতল ভবনের এতো কাছ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একইসাথে ভবন নির্মাণের সময় মালিকপক্ষের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।