ময়মনসিংহে প্রকাশিত হলো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল

মেধাবৃত্তি পরীক্ষায় জেলার ১২টি উপজেলা থেকে সাত হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৬০৯ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৪২১ জন এবং বিশেষ গ্রেডে ১২৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ
ময়মনসিংহে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ |নয়া দিগন্ত

ময়মনসিংহ জেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সঞ্চালনায় বৃত্তির ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আল-মাহমুদ।

মেধাবৃত্তি পরীক্ষায় জেলার ১২টি উপজেলা থেকে সাত হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৬০৯ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৪২১ জন এবং বিশেষ গ্রেডে ১২৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।

জেলার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে অংশগ্রহণকারী এ ওয়ান স্কুলের শিক্ষার্থী তাহরিম জাহান দিবস। দ্বিতীয় স্থান অর্জন করেন ত্রিশাল উপজেলার ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সৈয়দ তাসনিম মাহি এবং তৃতীয় স্থান অর্জন করেন ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম হামিম বলেন, ‘এত বিশাল পরিসরে ময়মনসিংহ জেলায় বেসরকারিভাবে মেধাবৃত্তি পরীক্ষা আগে কখনো অনুষ্ঠিত হয়নি। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ৮.৭ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কিশোরকণ্ঠ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য ফ্রি কোচিং, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, স্টিকার-দেয়ালিকা ও ক্যালেন্ডার প্রকাশ, বিভিন্ন বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও সামাজিক কার্যক্রমসহ নানা উদ্যোগ গ্রহণ করছে।’

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।