গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
জানা যায়, সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ তম ব্যাচ) এবং ১০ নং হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) আবাসিক শিক্ষার্থী ছিলেন।
এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সরোয়ার শাকিল গত বছরের ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত এবং এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার ৯৬ নং আসামি।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শাকিল দিনের পর পর দিন জাবি ক্যাম্পাসে বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। তার ছিনতাই, নারী কেলেংকারী, চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট, বাকি খাওয়া, রুম দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামি শাকিল ফেসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।
তিনি আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে তাকে আদালতে চালান করা হয়েছে।’



