অন্তর্বর্তীকালীন কারো সেফ এক্সিটের প্রশ্নই উঠে না : প্রেস সচিব

‘বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত, আমি বাংলাদেশেই থাকবো, এই মাটিতেই থাকবো। আল্লাহ রিজিকের মালিক, যে চাকরি পাবো সেই চাকরি করবো।’

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মানিকগঞ্জে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম
মানিকগঞ্জে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম |নয়া দিগন্ত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কারো সেফ এক্সিটের প্রশ্নই উঠে না। আমরা এমন কোনো কাজ করিনি যেটার জন্য আমাদের হাসিনার মতো পালাতে হবে।’

তিনি বলেন, ‘যারা এই প্রশ্নটা করছে তাদের মোটিভ নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত, আমি বাংলাদেশেই থাকবো, এই মাটিতেই থাকবো। আল্লাহ রিজিকের মালিক, যে চাকরি পাবো সেই চাকরি করবো।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া পীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সারকারিভাবি হ্যাঁ ভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ ভোট প্রচারণা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা কি ইংল্যান্ড, স্কটল্যান্ড, তুর্কিতে দেখেছে। সবগুলো দেশেই গণভোট হলে সরকার একটা সাইড নেয়। এটাই নিয়ম। সরকার একটা মতের কথা বলে যে আমরা এটা বিশ্বাস করি, আপনারা এটাতে ভোট দেন। বর্তমান সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষে সীল দিতে বলছে সেটা নিয়ে আমরা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পেজ থেকে ব্যাখ্যা দিয়েছি।’

গ্রাম এলাকায় গণভোটের প্রচারণা নিয়ে তিনি বলেন, ‘গণভোটের প্রচারণায় উপদেষ্টারা জেলা, উপজেলায় যাচ্ছে। ভোটের গাড়ি আগে দশটা ছিল, এখন ত্রিশটা আছে। সেগুলোও জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যাচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলায় যাবে এই ভোটের গাড়ি। এটা নিয়ে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘বড় দলগুলোর সবাই এখন ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত আছে। যেখানেই উনারা যাচ্ছেন হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো হচ্ছে। মানুষ ১৬ বছর হাসিনার আমলে ভালো একটা ইলেকশন দেখেনি। মানুষ সকালে এসে দেখেছে তার ব্যালট চুরি হয়ে গেছে, তাদের সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে গেছে। পুলিশ বলেছে তোমার আসার দরকার নাই। মানুষ আসন্ন নির্বাচনটার জন্য মুখিয়ে আছে। নির্বাচনের ক্যাম্পেইন হওয়ার পরে বিশাল বিশাল র‌্যালি হচ্ছে, অনেক মানুষ এতে অংশগ্রহণ করছে। এটা সবাইকে জানান দিচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে খুব সুন্দর একটা নির্বাচন হবে।’

সাংবাদিকদের অধিকার ও মিডিয়া সংস্কার নিয়ে তিনি বলেন, ‘সম্পতি তথ্য অধিকার আইনের কিছু বিষয় আরো সহজ করা হয়েছে। সূচিপত্র কিভাবে হবে, কিভাবে রিপোর্ট করবেন, তথ্যের ওপর আপনার অধিকার প্রতিষ্ঠিত করবেন সেসব বিষয়ে একটা অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার ১৮ মাস ধরে দায়িত্বে আছে। এই স্বল্প সময়ে তো সবকিছু করা সম্ভব না। ভালো একটা রাস্তা বানাতে গেলেও পাঁচ বছর লাগে। এজন্য আমাদের এই সময়ে যতটুকু করা দরকার, যেটা অধিক গুরুত্বপূর্ণ ছিল সেটা সরকার খুব ভালোভাবে করেছে।’

এসময় প্রেস সচিবের সহধর্মিণী, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ্ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।