বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো: আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ব্যাপক প্রস্তুতি ও সংগঠিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা বলেন, জনাব মো: আবুল কালাম একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লা-৯ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। দলীয় মনোনয়নপ্রাপ্ত এই প্রার্থী এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা ‘কালাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৯ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম ক্রমেই জোরদার হচ্ছে।



