কিশোরগঞ্জের তাড়াইলে দুটি পাইপগান ও ২১টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধীন করিমগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার সকালে ফারুককে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।
আটক ফারুক হোসেন তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামের রাশিদ হোসেনের ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল তাড়াইলের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি অকেজো গুলি ও ২১টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন নামে একজনকে আটক করে। শনিবার সকালে সেনাক্যাম্প থেকে তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।



