ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ছাত্তার মৃধা (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বেলাব গ্রামে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বৃদ্ধ ছাত্তার মৃধা।
তিনি উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামের মরহুম হামেদ আলী মৃধার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ ছাত্তার মৃধা শনিবার সকালে শীত নিবারণের জন্য ধান সিদ্ধ করার চুলার সামনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



