তক্ষক পাচারকালে আটক ৯

সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী, গরু, মাদক, চিনিসহ নানা প্রসাধনীসামগ্রী পাচার হয়ে আসছে। এ নিয়ে মাঝে মধ্যেই অভিযান চালিয়ে আটক করা হয় পাচারকারীদের।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
তক্ষক পাচারকালে আটক ৯
তক্ষক পাচারকালে আটক ৯ |নয়া দিগন্ত

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় পাচারকালে একটি তক্ষকসহ নয় পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রোববার (১৫ জুন) ভোরে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সেতু এলাকায় তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী, গরু, মাদক, চিনিসহ নানা প্রসাধনীসামগ্রী পাচার হয়ে আসছে। এ নিয়ে মাঝে মধ্যেই অভিযান চালিয়ে আটক করা হয় পাচারকারীদের। এরপরেও থামছে না চোরাচালান।

এদিকে কথিত রয়েছে, একটি তক্ষক কোটি টাকায় বিক্রি হয়ে থাকে!

কলমাকান্দা থানার পরিদর্শক মুহাম্মদ লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।