কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত আকারে যান চলবে

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ছয়দিন। এ তথ্য নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক)।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত আকারে যান চলবে
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত আকারে যান চলবে |নয়া দিগন্ত

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ছয়দিন। কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে। এ সময় প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।’

প্রসঙ্গত, ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ করা হয়। ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। বর্তমানে দৈনিক প্রায় ৪ হাজার গাড়ি চলাচল করে টানেল দিয়ে। কিন্তু কর্ণফুলী টানেলের সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে টানেল চালু হলে দিনে ২০ হাজার ৭১৯টি যানবাহন চলাচলের কথা ছিল।

টানেল চালু হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই প্রক্ষেপণ কমিয়ে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ১৮ হাজার ৪৮৫টি গাড়ি চলার পূর্বাভাস দেয়। টানেল চালুর ২২ মাস পার হতে চললেও এখনও একদিনের জন্যও পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল করেনি।