দিনাজপুরের চিরিরবন্দরে অটোরিকশার সাথে একটি ট্রাক্টরের সংঘর্ষে খালিদ হাসান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো চারজন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসবপুর গ্রামের দক্ষিণনগর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন উপজেলার কালীগঞ্জ এলাকার মো: আসাদুদ্দৌলার ছেলে এবং আমেনা বাকী স্কুলের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খালিদ হোসেনসহ চার বন্ধু অটোরিকশায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় ইসবপুর গ্রামের দক্ষিণনগর ক্লাবের সামনে পৌঁছালে ইট বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খালিদকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাবীব জানান, থানায় মামলা করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাক্টরচালক পলাতক রয়েছেন।



