কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ভুক্তভোগী ও স্বামীকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখা হয় বলেও জানা যায়।
আটকরা হলেন- মসলেমপুর গ্রামের মরহুম মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মরহুম অকছেদ মণ্ডলের ছেলে টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), মরহুম নবীর মণ্ডলের ছেলে এজাজুল (৪২) ও মরহুম হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে তিনজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এর আগে শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে ফাঁকা মাঠ এলাকায় একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ঘটনার পর রাতেই পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার পর আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখার অভিযোগ উঠে। এ রিপোর্ট লেখার সময় দুপুর পর্যন্ত ঐ নারী ও তার স্বামীকে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে না পাঠানোর কারণে ধর্ষণের আলামত নষ্টের আশঙ্কা করছে ভুক্তভোগীরা।
ধর্ষিত ওই নারী (২৬) পেশায় একজন হোটেল কর্মচারী। গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানায়। তার স্বামীর বাড়ি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভেড়ামারা বার মাইল এলাকার হোটেলে রান্নার কাজ শেষে প্রতিদিনের মতো হোটেলে কাজ শেষে স্বামী ডেকোরেটর কর্মচারী সোহেলের সাথে জনৈক রুবেলের ভ্যানে ভেড়ামারার কুটির বাজার এলাকায় ভাড়া বাড়িতে ফিরছিলেন। এ সময় উপজেলার মসলেমপুর ফাঁকা মাঠ এলাকায় কুষ্টিয়া-রাজশাহী হাইওয়ে রাস্তার পাশে লিচু বাগান এলাকায় নিয়ে আরিফাকে ৩/৪ জন জোরপুর্বক ধর্ষণ করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য জন্য হাসপাতালে পাঠানো হবে।’
পুলিশ সুপার আরো জানান, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই নারী দাবি করেছেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার দেয়া অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনকে আটক করেছি।’