মির্জাপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

‘বিএনপি এমন রাজনীতি করে না যে, পালিয়ে যেতে হয়’

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি এমন রাজনীতি করে না যে রাজনীতির কারণে পালিয়ে যেতে হয়।’

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে বক্তব্য দিচ্ছেন বিএনপির এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী
মির্জাপুরে বক্তব্য দিচ্ছেন বিএনপির এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী |নয়া দিগন্ত

‘খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সম্পদ’ উল্লেখ করে ’টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি এমন রাজনীতি করে না যে রাজনীতির কারণে পালিয়ে যেতে হয়।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে পৌর সাধারণ সম্পাদক এস এম মহসীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবং বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, পৌর বিএনপির সভাপকি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ।

আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, লন্ডন প্রবাসী সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ আরিপুল ইসলাম। দোয়ার মাহফিলে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।