কিশোরগঞ্জে প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল

তিনি কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
মৃত সাংবাদিক।
মৃত সাংবাদিক। |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ গুণী সাংবাদিক আলহাজ এম এ রশীদ ভূঁইয়া (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ, শতাব্দীর কন্ঠ পত্রিকায় দীর্ঘদিন যাবত লেখালেখি করেছেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তার স্ত্রী, সাত ছেল ও তিন মেয়ে রয়েছে। আজ শনিবার জোহর নামাজের পর আগরপাট্রা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায় একজন গুণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকুন্দিয়া উপজেলার আগরপাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চাকুরি শেষে অবসরগ্রহণ করেন। শিক্ষক থাকাকালীন তিনি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।