কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।
এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে বলা হয়।



