নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো: রাকিব (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষা শেষ করে নাটোর-আত্রাই নওগাঁ রোডে আটোরিকশায় করে বেড়াতে যাওয়ার সময় এ ঘটনায় ঘটে।
নিহত রাকিব নলডাঙ্গা উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের মো: আলী আহসান বেপারীর ছেলে। তিনি বাশিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার বাঁশিলা পূর্বপাড়া গ্রামের মো: রাকিব ও তার চার সহপাঠীর সাথে অটোরিকশা নিয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে রাকিব চার সহপাঠীদের নিয়ে অটোরিকশা নিয়ে বেড়াতে বের হয়।
এ সময় মাধনগর যাওয়ার পথে নাটোর-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারী সেতুর কাছে অটোরিকশাটি উল্টে গেলে রাকিবুল ইসলাম অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।