বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামই মানবজাতির একমাত্র মুক্তির পথ। আর ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। এজন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্র সহ্য করেও একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলনের এ মহাস্রোত রোধ করার ক্ষমতা কারও নেই।
তিনি শুক্রবার (১০ অক্টোবর) সকালে সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাতকানিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, তামাকুমন্ডি লেন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।