নরসিংদীর রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়াকে (৬৫) ধারাল অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া ওই গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় বাজারে মুদি ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক মিয়া। পরে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও কথা বলতে না পারায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাস্তায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে ঘারে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই সুরুজ মিয়া বলেন, ‘ভাই প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু ফোন ধরছিলেন না। পরে রাত ২টার দিকে নদীর পাড়ে লাশ পাই। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার পেছন দিক থেকে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।