আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ৫টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।
জামালপুরের বিএনপি প্রার্থীরা হলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) সুলতানা মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) ফরিদুল কবীর তালুকদার শামীম এবং জামালপুর-৫ (সদর) শাহ মো: ওয়ারেছ আলী মামুন।



