শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে অবরোধ

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বানে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, এতে দক্ষিণ চট্টগ্রামগামী যান চলাচল বন্ধ রয়েছে।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে অবরোধ
শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে অবরোধ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আহ্বানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

রোববার দুপুর ২টা থেকে নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এ সময় কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব জানিয়েছেন, শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

অবরোধে কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

এদিকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’-সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।’

উল্লেখ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গত শুক্রবার সন্ধ্যায়ও নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।