বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইমাম হোসেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকার মো: ইসমাইল হোসেনের ছেলে এবং ওই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইমাম নিজেদের বাসা থেকে খাবার খেয়ে ভাড়া বাসায় যাওয়ার জন্য বের হন। পাথরঘাটা কলেজের পেছনের সড়কে পৌঁছালে মুখ বাঁধা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ ও পৌর সভাপতি মো: মাহবুবুর রহমান বলেন, ‘কারা ইমামের ওপর হামলা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।



