আকন কুদ্দুসুর রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার শপথের দিন

‘জাতীয়তাবাদী শক্তির মূলভিত্তি হলো জনগণ। তাই প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের আস্থার জায়গা হয়ে ওঠা।’

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার শপথের দিন : আকন কুদ্দুসুর রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার শপথের দিন : আকন কুদ্দুসুর রহমান |নয়া দিগন্ত

‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল স্মরণোৎসব নয় এটি হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠার শপথের দিন’ মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদের আবারো ত্যাগ ও সাহসিকতার পথে এগোতে হবে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় বরং এটি এ দেশের মানুষের মুক্তির সংগঠন।’

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৭ আগস্ট) সকালে নিজ বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় নেতাকর্মীদের জনগণের কাছে সংগঠনের আদর্শ পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে আকন কুদ্দুস বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির মূলভিত্তি হলো জনগণ। তাই প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের আস্থার জায়গা হয়ে ওঠা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের নতুন উদ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’

বিএনপির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে কুদ্দুস আকন আরো বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ জিয়া মানুষের আশা-আকাঙ্খার জায়গা থেকে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির যে তিনটি স্তম্ভ তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই দলটি চার দশকেরও বেশি সময় ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হয়ে আছে। ইতিহাস সাক্ষী, বিএনপি বারবার এ দেশের সংকটকালে মানুষের ভরসাস্থল হয়েছে।’

বর্তমান প্রজন্মের প্রসঙ্গ টেনে আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘যুবসমাজ ও নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। কেবল স্লোগান নয়, তাদের হৃদয়ে দেশপ্রেম জাগাতে পারলেই বিএনপির ভবিষ্যৎ আরো শক্তিশালী হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বই আগামী দিনের সংগ্রামের দিশা দেখাবে।’

সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরে কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুস আরো বলেন, ‘প্রতিটি স্তরে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা হবো সত্যিকারের জাতীয়তাবাদী পরিবারের সৈনিক, যারা দেশ ও মানুষের কল্যাণে সর্বদা নিবেদিতপ্রাণ থাকবে। এ পথেই বিএনপির শক্তি আরো বহুগুণে বেড়ে উঠবে।’

সভায় গৌরনদী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনে আরা বেবি, জেলা যুবদল নেতা মাসুদ হাসান মিঠু, এম এ গফুর, মো: মাসুম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের সভাপতি মো: রাসেল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।