মাদক কারবারির বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, গ্রেফতার ১

আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো: আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক।

রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক কারবারি মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় ইউপি সদস্যের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরো দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেছেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।