নারায়ণগঞ্জের বন্দরে আলমগীর হোসেন (৫২) নামে এক হোসিয়ারি শ্রমিককে সন্ত্রাসীরা তুলে নিয়ে হত্যা করেছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে বন্দরের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাসার ভাড়াটিয়া। তার বাবার নাম সোবহান মিয়া।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আলমগীরের ছেলে সাইফুলের কাছ থেকে একই এলাকার রাসেল ও কাইল্লা পারভেজ জোরপূবর্ক মোটরসাইকেল রেখে দেয়। এ ঘটনায় আলমগীর প্রতিবাদ করায় সন্ধ্যায় রাসেল ও কাইল্লা পারভেজ গ্রুপের লোকজন আলমগীরকে তুলে নিয়ে যায়। তার সাথে বারইপাড়ার জোড়া পুকুরের সামনে তাদের ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে আলমগীরকে মাথা ধরে পাশের দেয়ালে সজোরে ধাক্কা দিলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ শাহবাগ থানা পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের টিম মাঠে নেমে পড়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।’