কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার দায়ে শাহিন মুন্সি (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে।
সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে শাহিন তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করেন। নয়া দিগন্তে এ সংবাদ প্রকাশের একদিন পরেই ঘাতক ছেলে শাহিনকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লা পিবিআই কার্যালয়ের পুলিশ পরিদর্শক বিপুল দেবনাথ জানান, বৃহস্পতিবার গণমাধ্যমে খবরটি প্রকাশের পর পিবিআই কুমিল্লার পুলিশ সুপার সারোয়ার আলম স্যার আমাদের ঘটনাটির মূল আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমরা আসামিকে আটক করতে সক্ষম হই।



