লংগদুতে চোরাই মালামালসহ গ্রেফতার ১

তার কাছ থেকে একটি ১১০ সিসি মোটরসাইকেল, তিনটি পুরাতন ইঞ্জিন এবং একটি ইঞ্জিনসহ নৌকা উদ্ধার করা হয়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
গ্রেফতার নজিবুল
গ্রেফতার নজিবুল |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ নজিবুল ইসলাম নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানায় চুরির মামলা রুজুর পর বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে এসআই (নি:) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নজিবুলকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি ১১০ সিসি মোটরসাইকেল, তিনটি পুরাতন ইঞ্জিন এবং একটি ইঞ্জিনসহ নৌকা উদ্ধার করা হয়।

বাঘাইছড়ি সার্কেলের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এলাকায় চোরচক্রের তৎপরতা বৃদ্ধির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।