ব্রি’তে ফসল উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দফতরে ‘বাংলাদেশে সরিষা-বোরো-আমান ফসল চক্রের উৎপাদনশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ব্রি’তে ফসল উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
ব্রি’তে ফসল উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা |নয়া দিগন্ত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দফতরে ‘বাংলাদেশে সরিষা-বোরো-আমান ফসল চক্রের উৎপাদনশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে ব্রি’র রাইস ফার্মিং সিস্টেমস (ধানভিত্তিক কৃষি ব্যবস্থা) বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

ব্রি’র প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম ময়নুল হক, এফএও’র পরামর্শক অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম রুহুল আমীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মঞ্জুরুল কাদির, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো: হারুনূর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো: জামাল উদ্দিন এবং ব্রি’র রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ নাসিম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো: ইব্রাহিম।

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা অংশ নেন।