বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) বেলা ৩টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পঞ্চগড় শহর আমিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য শহীদ আল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, পঞ্চগড় পৌর আমির জয়নাল আবেদীন, সাংবাদিকদের মধ্যে শহীদুল ইসলাম, রনি মিয়াজী, ইরফান আলী প্রমুখ।
জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। জাতি গঠনের হাতিয়ার। সত্য সংবাদ পরিবেশন করা তাদের কাজ। হলুদ সাংবাদিকতা যেন তাদেরকে স্পর্শ না করে। সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির ভাবমুক্তি অর্জন করা সম্ভব। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের যথাযথভাবে বেতন-ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হবে।



