নিজেকে ইমাম মাহদি পরিচয় দিয়ে জনরোষে পড়ে জেলে গেলেন গলাচিপা উপজেলার বাহের গজালিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গনিত) মো: হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুর রহমান।
গ্রেফতার মো: হাবিবুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের বাসিন্দা আমানউল্লাহর ছেলে।
জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের সুপার মো: অলিউল্লাহ।
অভিযোগ সূত্রে জানা যায়, হযরত মুহাম্মদ (স:) এর নিকট ১১৪টি সূরা কুরআনে নাযিল হয়। এর পরের সূরাই তার নিকট নাযিল হয়। এই সূরার নাম আল্লাহ রেখেছেন মাহদিয়া। বুধবার রাত ৮টার দিকে সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসেন। তিনি বিভিন্ন পেশা শ্রেণির লোকদের সাথে এভাবেই নিজেকে ইমাম মাহদী পরিচয় দিয়ে আসছেন।
এ ঘটনায় এলাকার জনতা তাকে ঘিরে ফেলে এবং এন জেট আলিম মাদ্রাসায় তাকে রুমের মধ্যে আটকে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে গলাচিপা অফিসার ইনজার্জ মো: আসাদুর রহমান জনানা, তার বিরুদ্ধে তারই সুপার একটি নিয়মিত মামলা করেছে এবং বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।