হাসিনার ফাঁসির রায়ে গফরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ
হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ |নয়া দিগন্ত

চব্বিশের গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সঙ্ঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

বিকেলে বিশ্বরোড দলীয় কার্যালয় মোড় থেকে জেলা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের নেতৃত্বে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা পাটমহল কার্যালয় সামনে থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলে গফরগাঁও পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, শফিক আহমেদ, উপজেলা বিএনপি সাবেক সদস্য মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আবদুল্লাহ আল বাপ্পি, উপজেলা শ্রমিক দল নেতা মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমির হামজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিকেলে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা নির্দেশনায় দলের নেতাকর্মীরা মশাখালী ও পাগলা এলাকায় আনন্দ মিছিল বের করে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু নির্দেশনায় দলের নেতাকর্মীরা বিকেলে মাইজবাড়ী বাজারে আনন্দ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে।

সন্ধ্যায় জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

অন্যদিকে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাত ৮টার দিকে জামতলা মোড় থেকে আনন্দ মিছিল বের করে পৌরশহর প্রদক্ষিণ করে। মিছিলে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিটি মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। মিছিল শেষে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী, পথচারী, হোটেল শ্রমিক ও রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।