হাসিনা ভারতের প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : দুলু

শেখ হাসিনা ভারতের প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একইভাবে হাসিনাও ভারতের প্রভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
হাসিনা ভারতের প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : দুলু
হাসিনা ভারতের প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : দুলু |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতের প্রভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একইভাবে হাসিনাও ভারতের প্রভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘বিএনপি’র আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। নতুন প্রজন্মকে ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে কলম–বই হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), জিএস শাহীন, সাইফুল ইসলাম আফতাব সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।