মুলাদীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ও ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছে ছাত্রশিবির

তাদের এ সচেতনতামূলক কাজের জন্য কৃষক ও ভোটাররা আনন্দ প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব আগে কেউ এভাবে বুঝিয়ে বলেননি।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ও ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছে ছাত্রশিবির
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ও ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছে ছাত্রশিবির |নয়া দিগন্ত

বরিশালের মুলাদীতে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল মার্কা প্রতীকে ও ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গ্রাম-গঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যুবক কর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীকে নিয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে তারা এ প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ভোটারদের মাঝে বিশেষ করে ট্রলার যোগে নদীপথে কৃষকদের ও শ্রমিকদের মাঝে ছাত্রশিবিরের যুবক কর্মীদের এ সচেতনামূলক কাজ করতে দেখা গেছে। তারা সারাদিন চষে বেড়াচ্ছেন গ্রাম-গঞ্জের ভোটারদের বাড়ি।

তাদের এ সচেতনতামূলক কাজের জন্য কৃষক ও ভোটাররা আনন্দ প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব আগে কেউ এভাবে বুঝিয়ে বলেননি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ডা: ডাক্তার মোরশেদ আলম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, মুলাদী উপজেলা শিবিরের সভাপতি হামিম হোসেন, শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ, দাওয়াহ সম্পাদক মো: রাকিব হোসেন, মুলাদী সরকারি কলেজের শিবিরের সভাপতি মো: আহনাফ রহমান ভূঁইয়া, মুলাদী পৌরসভা শিবিরের সভাপতি মো: মান্না ও মুশফিক আমিন প্রমুখ।