রংপুরের মিঠাপুকুরে মাছ চুরির মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশ সহ বিভিন্ন প্রকার হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।
এদিকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ফের ওই পুকুরের ১ লাখ ৮০ হাজার টাকার মাছ লুটপাট করে ধরে নিয়ে গেছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার ধর্মশালা গ্রামের আল মাহামুদ সরকার মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুকি মৌজায় অবস্থিত ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের একটি পুকুর লিজ নিয়ে মৎস্য চাষাবাদ করে আসছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে পূর্বে বিজ্ঞ আদালতে দায়েকৃত মামলার আসামিরা দলবদ্ধ হয়ে মিঠাপুকুর উপজেলার রুপসী গ্রামের আমিরুজ্জামান বুলবুল ওরফে আমিনুলের হুকুমে গিলাঝুকি গ্রামের আবুল কালাম, মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন সিরাজুল ইসলাম, ঘোলপুকুর গ্রামের, আ: মজিদ, বিলা হরিপুর গ্রামের আবু সায়েম মিয়া ও বাবু মিয়া গিলাঝুকি গ্রামের মন্টু মিয়া, চেংমারী গ্রামের মোজাফ্ফর হোসেন এলাকার কতিপয় দুষ্কৃতিকারীরা লিজ নেয়া পুকুরের মাছচুরি করে লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে আল মাহামুদ সরকার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা জামিনে মুক্তি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাঠি, কাঠের বাতা, লোহার রড, ছোরা, বের ও (ফিকা) মুঠিজাল ও বস্তা নিয়ে হয়ে সম্প্রতি ফের ওই পুকুরের ১ লাখ ৮০ হাজার টাকার মাছ পুনরায় লুট পাট করে নিয়ে যায় এবং আসামিরা মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। এ ঘটনায় বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।



