‘ভোটকেন্দ্র শক্তিশালী করতে মাঠে সততা ও দায়িত্ববোধের আহ্বান’

সম্মেলনে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সমন্বিত আলোচনা করেন বক্তারা।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীতে জামায়াতের ভোটকেন্দ্র সম্মেলন
গৌরনদীতে জামায়াতের ভোটকেন্দ্র সম্মেলন |নয়া দিগন্ত

ভোটকেন্দ্র শক্তিশালী করতে মাঠে সততা ও দায়িত্ববোধের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

তিনি বলেন, ‘দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে সমাজ গঠনের লক্ষ্যে আমাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে। ভোট কেন্দ্র থেকে সংগঠনের ভিত যত মজবুত হবে, জনগণের আস্থা ও অংশগ্রহণ তত অধিক বৃদ্ধি পাবে।’

শনিবার (৯ আগস্ট) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে বরিশাল-১ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাজনৈতিক দৃঢ়তার সাথে সংগঠনের বিকাশ এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভোটকেন্দ্রে প্রতিনিধিদের সততা, ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী বলেন, ‘দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব।’

গৌরনদী উপজেলা আমির মাওলানা মো: আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, জেলা নায়েবে আমির ড. এস এম মাহফুজুর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খান।

সম্মেলনে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সমন্বিত আলোচনা করেন বক্তারা।