জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি না করলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ আসনে দলের মনোনয়ন বিক্রি করছে। এ ছাড়া জেলার আরো পাঁচটি আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে এনসিপি।
এ নিয়ে বিএনপি ও ভোটারদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতাদের আসনে তাদের সম্মানে প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছিল এনসিপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে বগুড়া জেলার ৭টি আসনের মধ্যে শুধু বগুড়া-৭ আসন ছাড়া অপর ৬টি আসনে শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৪ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দলের সূত্র মতে, ১৫ নভেম্বর এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
এনসিপি উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী বলেন, ‘আমরা সব আসনেই প্রার্থী দেবার চেষ্টা করছি। এছাড়াও বেশ কটি উপজেলায় অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসু হলে তারাও আমাদের দলে যোগ দিয়ে প্রার্থী হতে পারেন।



